1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড হাজীগঞ্জে কার ভুলে এতিম হলো নবজাতকসহ চার অবুঝ শিশু গাজীপুরে মাদক ব্যবসার পাশাপাশি বেড়েই চলছে দেহ ব্যবসা – নিউজ এবং আইনি ব্যবস্থা নিলেই চলে সাংবাদিকদের হত্যা চেস্টা চট্টগ্রামে মানবাধিকার ফোরামের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রায়পুর উপজেলার ৩ নং চরমোহনা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, উপপরিচালক, স্থানীয় সরকার, লক্ষ্মীপুর। সরিষাবাড়ীতে ভূমি কর্মকর্তার সাহসী উদ্যোগে উদ্ধার হলো ২০ কোটি টাকার সরকারি ভূমি বোয়ালখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন মতলবে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় জরিমানা গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে জামাতের কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিতব্য। ভূজপুরের ত্রাস কোরবান আলী, ১৭ বছরে চা-ওয়ালা থেকে কোটি টাকার মালিক!

৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ সুমন আহমেদ,স্টাফ রিপোর্টার, ঢাকা

পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট ৫ ঘন্টা ধরে চেষ্টার পর আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে।

ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮ টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১ টি ইউনিট যুক্ত হয়।

অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ,সপ্তম, অষ্টম ও নবম তলায় আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষণকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যরা কাজ করেছে।

উল্লেখ্য সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে – ডাক  টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের বিভিন্ন বিভাগ।

আগুনের সূত্রপাত নিয়ে কথা বলেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ( ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন এখনো পর্যন্ত সাত নম্বর ভবনে লাগা আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জাহেদ কামাল। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান ৭ নম্বর ভবনে লাগা আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে মধ্যরাত প্রায় পৌনে দুইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে ১০ টি ইউনিট সরাসরি কাজ করছে। ফায়ার সার্ভিসের বড় গাড়ি গুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। তাই গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়েছে। তিনি জানান ফায়ার সার্ভিসের ২১১ জন কর্মী আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত আছেন। কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে দেখছন, আগুন নেভানোর কাজ করছেন। সেই কাজ প্রায় শেষের দিকে।

তিনি বলেন পানির পাম্প থেকে লাইন সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁও শ্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট