মহিউল ইসলাম (উপজেলা প্রতিনিধি, তালা,সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে যুবকদের পরিচালিত একটি অরাজনৈতিক যুব সংগঠন ❝ইসলামকাটি ইউনিয়ন নবীন সংঘ❞। সংগঠন টি ২৪ এর বিপ্লবের পর এলাকায় নতুনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাই নতুন বছরের শুরুতেই তারা আগামী দুই বছরের জন্য তাদের নতুন কমিটি গঠন বছরের শুরুর সাথে সাথে ইতোমধ্যে সম্পন্ন করেছে। ইসলামকাটি ইউনিয়নে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠনের সব কার্যক্রম পরিচালিত হয়েছে। নয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি তে সভাপতি হয়েছেন সংগঠন এর সাবেক সহ-সভাপতি শাহিনুর রহমান,
সহ-সভাপতি শামসুল আলম সাজু, সেক্রেটারী হাফিজুর রহমান কে করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন সহকারী সেক্রেটারী মারুফ খান ও এহসানুল মাহবুব জুবায়ের, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, অফিস সম্পাদক মো. হাফিজুর রহমান
সহকারী অফিস সম্পাদক শামীম রেজা ও প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ। এছাড়া সংগঠন টি উক্ত ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড ও গ্রাম ভিত্তিক কমিটি গঠনের কাজ দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উক্ত কমিটি গঠনে সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন, উপদেষ্টা মাস্টার আব্দুল মালেক, উপদেষ্টা ও উপজেলা ইয়ুথ ফোরামের সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান সিদ্দিক, ডা.আলাউদ্দিন ও স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আগত যুবকরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।