1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

বাগমারায় শহিদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল খননকে স্মরনীয় করতে কৃষক সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি রাজশাহীর

 

বাগমারায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থানে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করে।শনিবার বিকেল পাঁচ’টায় ঐতিহাসিক নাককাটি বিলে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।উল্লেখ্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে মার্চ মাসে নাককাটি বিলে খাল খননের শুভ উদ্বোধন করেন।এই খাল খননের ফলে ঐতিহাসিক নাক কাটি বিলে কৃষকদের প্রকৃতির উপর নির্ভর না করে সরাসরি খাল থেকে পানি সরবরাহ করে সেচ কাজ পরিচালিত হয়ে আসছে ।বর্ষাকালে অতিবৃষ্টি হলে সহজে বিল থেকে পানি বের হয়ে যায়। শুকনো মৌসুমে প্রয়োজন মত কৃষকরা সেচ কাজে পানি ব্যবহার করে আসছেন।খরা প্রবণ এলাকায় পানিয় জলের হাহাকার দূর করার মানসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৫ মার্চ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে খাল খনন করেছিলেন।একজন প্রেসিডেন্ট মাথায় মাটির ডালি তুলে নিয়ে লক্ষ জনতাকে অবাক করেছিলেন।বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমান, এবং বাসুপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু ঐতিহাসিক এই খাল পুন: খননের জন্য আবার ও দাবি জানান।বাসুপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইয়ামিন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।বাগমারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেজবাউল হক দুলু, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরেফিন কনক, ছাত্রদল নেতা রাকিবুর রহমান প্রমুখ।সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য মোস্তাফিজুর রহমান, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, কৃষক দলের আউচপাড়া ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম সহ অন্যরা।সরাসরি নাক কাটি বিলে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সাজে কিশোরী সাদিয়া আক্তার সবার দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট