▫️মহিউল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আগামী ২৭শে জানুয়ারি উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে তালা-পাটকেলঘাটার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে তালা উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
আজ ২২ শে জানুয়ারি বুধবার বিকাল তিন ঘটিকার সময় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াসিন আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব শেখ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব অধ্যাপক ওবায়দুল্লাহ, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহফিদুল্লাহ, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি জনাব খোরশেদ আলম।
উক্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ পাটকেলঘাটার কর্মী সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা বলেন- আগামী ২৭শে জানুয়ারির কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জামায়াতে ইসলামী সম্পর্কে মানুষের মাঝে যে ভীতি, মিথ্যাচার, ভুল ধারণা আছে, সেগুলো তালা উপজেলা বাসী সহ গোটা জাতির সামনে তুলে ধরবেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ ১৭ বছরের মজলুমের সংগঠন। আমাদের কোনো বক্তব্য জাতির সামনে বিগত ১৭ বছর আমরা উত্থাপন করতে পারিনি। নানাভাবে আমাদের নির্যাতন-নিপীড়ন করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ ছিল না। দেশের নাগরিক হিসেবে দেশের ন্যূনতম কোনো নাগরিক সুবিধাও পাইনি। ব্যক্তিগতভাবে, দলগতভাবে নানা বঞ্চনার শিকার ছিলাম আমরা। আমাদের দলের পাঁচজন নেতাকে আদর্শিকভাবে না পেরে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের আরও ছয়জন নেতাকে জেলের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই সুবাদে জামায়াতে ইসলামী তাদের বক্তব্যগুলো জাতির সামনে তুলে ধরার জন্য সারাদেশে কর্মী সম্মেলন করছেন। তারই ধারাবাহিকতায় আগামী ২৭ জানুয়ারি তালা উপজেলার পাটকেলঘাটায় কর্মী সম্মেলন করবেন। এই সম্মেলনের মাধ্যমে জামায়াত ইসলামীর বক্তব্য সকলের কাছে তুলে ধরা হবে। এ মতবিনিময় সভায় দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাস, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান আলী, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি ও তালা উপজেলার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক ইয়াছিন আলী সরদার, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার তালা উপজেলা সংবাদদাতা সাংবাদিক গোলাম রব্বানী, সাংবাদিক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক এসএম মোতাহিরুল হক (শাহিন), সাংবাদিক মুস্তাফিজুর রহমান রেন্টু সহ তালা-পাটকেলঘাটার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।