মোঃ সামসুজ্জামান রিয়াদ বদরগন্জ উপজেলা প্রতিনিধি রংপুর
রংপুরের বদরগন্জ ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের ছাত্রদলের সাধারন সম্পাদকের চাদা বাজির প্রতিবাদ করায় বদরগন্জ পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহেল গালিবের ওপর হামলা করেছে, তিনি আরো জানায় ২১তারিখ রাতে ফেসবুকে পোষ্ট করেন বিষ্ণুপুরে অবৈধভাবে ফরেস্ট গাছ ও জমি দখল ও ওসমান মধ্যপাড়া সরকারী প্রাঃ বিদ্যালয়ে স্কুলের ওয়াস ব্লক কাজে চাদা দাবি করেন একটি পক্ষ তারেই পেক্ষিতে হত্যার উদ্দেশ্য হামলা চালায় ইউনিয়নের ছাত্রদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন,আজিজুল,রাকিবুল,ও কালুপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিকরুল সহ আরও অনেকে তাকে আরো অনেকে এখনো হুমকি দিচ্ছেন, বদরগন্জ প্রশাসনের নিকট তার দাবি এটার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে অপরাধের সঠিক বিচার চান