মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাটে শীতে প্রভাবে আগুন পোয়াচ্ছেন স্থানীয় বাসিন্দারা আজ রংপুর বিভাগে কয়েকটি জেলায় মাঘ মাসের শৈত্যপ্রবাহে ও বইছে শীতের হিমেল হাওয়া। ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি জেলার মানুষ। রংপুর বিভাগের কয়েকটি জেলায় প্রচণ্ড শীতে কাবু হয়ে যাচ্ছেন শিশু ও বৃদ্ধরা। ঠান্ডা থেকে বাঁচতে খড়কুটো জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন এই অঞ্চলের মানুষজন।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রংপুরে ১৩ ডিগ্রী, নীলফামারীর সৈয়দপুরে ১২ ডিগ্রী, ডিমলায় ১২ দশমিক ৬ ডিগ্রী, কুড়িগ্রামের রাজারহাট ১২ দশমিক ৩ ডিগ্রী, দিনাজপুরে ১২ দশমিক ৮, লালমনিরহাট ১২ দশমিক ৫ ডিগ্রী এবং গাইবান্ধায় ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।