বি,এম ফরিদ হাইমচর প্রতিনিধি।
হাইমচর ২নং উত্তর আলগী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের ভোক্তবোগি সোগহরাবের মুখথেকে বেরিয়ে এলো বাস্তবচিত্র তিনি যানান প্রায় দেড় যোগ পর হাইমচরে কৃষকের মুখে হাসিফোটাতে দেশপ্রেমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালখনন আর এখনকার আত্মাঘাতি কৃষক প্রেমিতে রয়েছে দুর্নীতি, এবং আত্মীয় করনের গন্ধ। তিনি জানান খালখননে সকল স্থানে খাল খনন সঠিকভাবে করা হয়নি প্রধান, প্রধান স্পষ্টে যেখানে মেইন রোডের পাসে রাস্তাসংলগ্ন খাল রয়েছে ব্রিজের পাসা পাসি লোকালয়স্থানগুলোতে মানুষ দেখানো খাল খনন করাহয় এবং প্রভাবসালিদের জমিনের উপরে কোন বেকু ই ব্যবহার করেনা মাটি ওকাটেনা তাদের সুবিধা মত খালখনন করাহয়। বেকুর ড্রাইভার কে ২০০/৫০০ টাকাদিলে কিছুগাছ বাচিয়েদেয় টাকা না দিলে খালপারের গরীব অসহায় মানুষের গাছ ভেংগে গুড়িয়ে দিয়েছেন।
একাধিক মৌখিক অভিযোগ রয়েছে ভোক্ত ভোগিদের। এদিকে ধানখেতে সঠিক সময়ে পানি না পেয়ে কিছু স্থানে বর্ষার জমানো পানিতে রোপনকৃত ধানের চারার খেত ফেটে চৌচির হয়ে গেছে অনেকাংশ খেলার মাঠে পরিনতহয়েগেছে। ভোক্তভোগিদের দাবী এই বেকুদিয়ে খাল খননে কৃষক এবং খালের পারের হাজারো মানুষের পোহাতে হয়েছে দুর্ভোগ। ভেঙে পেলা হয়েছে হাজার, হাজার ফলজ গাছ সহ নধীভাংতি মানুষের ও কিছু ঘর তুলে নিতে হয়েছে। তাদের দাবী এ পদ্ধতিতে খালখনন করে উপকারেরচেয়ে ক্ষতির পরিমাণ ই বেশি হয়েছে। বিষয় টি সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।