সাংবাদিক ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা।
হাইমচরে ২নং উত্তর আলগী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে অনুস্ঠিতহয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সেটিং প্রোগ্রাম। উক্ত নির্বাচনি পরিকল্পনার ধারাবাহিকতায় প্রধান মেহমান হিসাবে আলোচনা রাখেন জনাব, মোঃ জসিমউদদীন (বাহার) তরুন পরিশ্রমি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাখা। হাইমচর,চাঁদপুর। তিনি আলোচনায় বলেন পুরোবাংলাদেশ জুড়ে চলছে নির্বাচনি সেটাপ। জামায়াতের কর্মীরা জনগনের, ভাতের অধিকার চায় ভোটের অধিকার চায় দরিদ্রতা দুরিকরনে দুর্নীতি দুরিকরনে বলিষ্ঠ ভুমিকা রাখবেন ইনশাআল্লাহ। নির্বাচনি ভুমিকায় কর্মীরা ভোটকেন্দ্র পাহাড়াদিবেন, ভোটের বাক্সা চুরিকরতে জোরকরে কেন্দ্র দখলকারীদেরকে আইনি প্রক্রিয়ায় কঠোরভাবে প্রতিহত করতেহবে। আমরা কারো অধিকার হনন করবোনা অধিকার প্রতিষ্ঠায় সুন্দর এবং সু সৃংখল সমাজ উপহার দিতে সকল কার্যক্রম অব্যহতরাখবো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহর সন্তস্টি অর্জনের মাধ্যমে দেশপরিচালনায় এক একজন কর্মি দেশের সেবক হয়ে কাজকরার প্রতিশ্রুতি দেন। আরো উপস্থিত ছিলেন ২নং উত্তর আলগী ইউনিয়নের অত্যান্ত কৌশলি সুন্দরমনের মিস্টিভাষি জনাব, আলমামুন সেক্রেটারি উত্তর আলগী ইউনিয়ন। তিনি বলেন প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কুরআনকে জীবন বিধান হিসাবে মেনে নিতে কার্যকরী ভুমিকারাখবে জামায়াতের কর্মীরা আগামী নির্বাচন কে ঘিরে ভোটের অধিকার রক্ষায় যুগান্তকারী ভুমিকারাখবে জামায়াতে ইসলামী কর্মীরা। প্রতি হিংসানয় কেন্দ্র দখলনয় অন্যায় এর বিরোদ্যে প্রতিবাদীহয়ে, প্রতিযোগিতায় বিজয়ছিনিয়ে আনবে এই কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ। ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি সহ ০৬ নং ওয়ার্ডের জনগন একমত হয়ে উপস্থিতি একাদিক সহযোগী ফরমপুরনের মাধ্যমে প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করেন ওয়ার্ড সভাপতি বি,এম ফরিদ।