মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
লামা উপজেলাধীন লামা পৌরসভাস্থ ছাগলখাইয়া হেডম্যান পাড়া নামক স্থানে অবৈধভাবে জ্বালানী কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে
SBM ব্রিকস, প্রো: শামসুদ্দিন, সাং: ছাগলখাইয়া হেডম্যান পাড়া, লামা-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী =২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়।
অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। (১) লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও (২) লামা থানার সহযোগিতায় উপজেলা প্রশাসন, লামা কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।