1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

রাজশাহীতে শীর্ষ মাদকব্যাবসায়ী বুলবুল (বুলু) গাজা সহ আটক

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া রাজশাহী
মো: মোখলেসুর রহমান বিজয়

 

রাজশাহীর মহানগরীর বেলপুকুরে শীর্ষ মাদক ব্যাবসায়ী বুলবুল (৫০) কে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

রোববার বিকেলে পুঠিয়া উপজেলা ও রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ( আরএমপি) ৩নং ওয়ার্ড কামার ধাদাশ (ছোট ধাদাশ) গ্রামের নিজ বাড়ি থেকে বুলবুল (বুলু) কে আটক করে থানা পুলিশ। এসময় তার কাছে অভিযান চালিয়ে ২৪৫ গ্রাম শুকনো গাজা উদ্ধার করা হয়। বুলবুল কামারধাদাশ ( ছোট ধাদাশ) গ্রামের মৃত আফছার মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে কামার ধাদাশ গ্রামের একজন অভিভাবক তার সন্তানকে গাজা সেবন করে অসুস্থ অবস্থায় দেখে সরাসরি থানায় গিয়ে গিয়ে অফিসার ইনচার্জ বরাবর মৌখিক অভিযোগ করলে অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। গত কিছুদিন আগে ৩ নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা চলাকালে ওসি আবুল কালাম আজাদ বলেন, আপনার মাধ্যমে বুলবুলকে জানিয়ে দিতে চাই, আমি দায়িত্বে থাকা অবস্থায় কোনো মাদকের স্থান বেলপুকুর থানা এলাকায় হবেনা। আপনারা সচেতন মানুষ আছেন। তাকে সতর্ক করে দিন।

এরপরও মাদক বিক্রয় নিষেধের বিষয়টি আমলে না নিয়ে আইনের তোয়াক্কা না করে সমানে মাদক ব্যাবসা চালাতে থাকে বুলবুল। অবশেষে রোববার বিকেলে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে গাজাসহ তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, নতুন ওসির মাদকের বিরুদ্ধে এ তৎপরতা আমাদের এলাকাকে মাদক মুক্ত করবে৷ আমাদের এলাকার মধ্যে বড় গাজা ব্যাবসায়ী বুলবুল। তাকে ধরায় আমরা বেলপুকুর থানার ওসিকে ধন্যবাদ জানাচ্ছি।

আটকের বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমি বিভিন্ন সভায় মানুষের মাধ্যমে তাকে সতর্ক করেছি যেনো সে মাদক বিক্রয় বন্ধ করে। কিন্তু সে কারও কথা শোনেনি৷ এলাকায় মাদক ছড়িয়ে দিয়েছে৷ রোববার বিকেলে অভিযান চালিয়ে তার নিজের বাড়ি থেকে গাজাসহ আটক করে থানায় নিয়ে আসি। মামলার প্রকিয়া চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট