কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
"এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল। এতে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, উপজেলা সহকারি প্রোগ্রামার নাঈমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন , সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। এতে তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, " তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় মোবাইল ও ইন্টারনেটের ব্যবহার ব্যাপকহারে বেড়েছে। সাথে সাথে বেড়েছে সাইবার অপরাধ। তরুণ শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ে অবগত করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।"