মোঃরাসেল উপজেলা প্রতিনিধি লামা বান্দরবান
পুলিশ অফিস কনফারেন্স রুম বান্দরবান জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ মাসের বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়, পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা । সভায় পুলিশ সুপার মহোদয় বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইন শৃঙ্খলা এবং অপরাধ নিয়ন্ত্রণের দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন বান্দরবান পার্বত্য জেলার ০৭ থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা জন্য থানার অফিসার ইনচার্জ, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। স্থায়ী জনগণের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে জনবান্ধব পুলিশ গঠন করে জনগণের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি বান্দরবান জেলায় দর্শনার্থী পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে। সর্বোপরি সমগ্র জেলায় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশের দ্বারা সাধারণ জনগণ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় ভালো কাজের জন্য তদন্তকারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।
এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।