সাংবাদিক ফরিদ আহমেদ। হাইমচর উপজেলা।
চাঁদপুর, হাইমচর উপজেলার বাজাপ্তি রমনী মহন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃমান্নান স্যারের বিরুদ্ধে ০৯/০২/ ২৫ ইং তারিখে বিদ্যালয়ের জমিনদাতা গনের মধ্যেএকজন মোঃ হাছান ইমাম মাসুদ উপস্থিত হয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং চাদঁপুর জেলা প্রশাসক এর বরাবর একখানা অভিযোগ দায়ের করেন আনিত দুরনীতির অভিযোগে বিগত ১৫ বছর এক ই বিদ্যালয়ে পেসিস্ট আওয়ামী নেতাদের ন্যয় এখনো বহাল আছেন মান্নাস্যার তিনি নিজের একক সিদ্ধান্তে দাপটের সাথে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শিদ্ধান্ত নিতেন দাতা সদস্যদের কোন পরামর্শ নিতেননা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনার সন্ত্রাসীবাহীনির অন্দর থেকে ভয়ভীতি দেখিয়ে রোধক্ষমতাবৃদ্ধিকরতেন। বিভিন্নভাবে লুটপাট করে ১৫ বছর খেয়েছেন। বিদ্যালয়ের সভাপতি সহ লিয়াজুকরে পরীক্ষার টাকা, টিনের ঘর বিক্রি, তার অফিসে এসি সহ নানান বিলাসিতার ভোগী ছিলেন যদি ও বিদ্যালয়ের মাঠে একাধিক বড়,বড় গর্ত সহ শিক্ষার্থিদের পড়ার বেন্চগুলো ছিলো ভাংগা নিন্মমানের বিলাসিতা ছিলো উন্নত, লক্ষ টাকার দুর্নীতির অভিযো ও আছে প্রত্যক্ষদ দর্শি ও ভুক্তভোগীদের। কিন্তু বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি, হাইমচর। এর সভাপতি, জনাব লিয়াকত স্যারের সাক্ষাৎ কালে স্যার বল্লেন ভিন্নতা তিনি জানান আঃ মান্নান স্যার হাইমচরে একাধিকবার সেরা শিক্ষক নির্বাচিত হন তবে মান্নান স্যার অত্যান্ত যোগ্য এবং ভালোমনের মানুষ। তিনাকে হেয়াপন্ন করারজন্য চক্রান্তকারীরা গভীরচক্রান্ত করছেন। সুস্থ তদন্তের দাবীওকরেছেন একাধিক উপস্থিত জনগন।