মোঃরাসেল উপজেলা প্রতিনিধি।
বান্দরবানের লামায় আরো চারটি ইটভাটায় ছয় লাখ টাকা জরিমানা করেছেন প্রশাসন। বান্দরবানে পরিবেশ রক্ষায় বিগত প্রায় দুই মাস ধরে ইটভাটায় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যাবহার রোধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে আসছেন। জেলার লামাসহ বিভিন্ন উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেটগনের নেতৃত্বে অভিযান চলছে। পরিবেশ রক্ষায় বান্দরবানে ইটভাটায় অবৈধ কার্যক্রম বন্ধের ধারাবাহিকতায় অভিযানে ১১ ফেব্রুয়ারি লামায় চারটি ভাটায় অভিযান করছেন লামা উপজেলা প্রশাসন।
উপজেলাধীন ফাইতং ইউনিয়নের পাগলীর ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে BMW ব্রিকস এর মালিক হাবিবুর রহমান কে দুই লাখ টাকা জরিমানা করেছেন। এদিন একই এলাকায় NRB ব্রিকস এর মালিক হেলাল উদ্দিনকে এক লক্ষ টাকা, 4BM ব্রিকস এর মালিক মো: খায়ের উদ্দিন মাস্টারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং YSB ব্রিকস এর মালিক মো: মহিউদ্দিনকে এক লক্ষ পঞ্চাশ হাজার সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক পৃথক অভিযানে ভাটা ছয়টি ভাটায় পানি দিয়ে কাঁচা ইট ধ্বংস ও আগুন নিভিয়ে দেয় প্রশাসন।এ সময় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে অভিযানে লামা বন বিভাগ, লামা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও লামা থানার পুলিশ সহযোগিতা করেন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট লামা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রুপায়ন দেবও অভিযানে ছিলেন।
প্রশাসন জানান, পরিবেশ রক্ষায় মহামান্য হাইকোর্টের নির্দেশে ও জেলা প্রশাসনের দিক নির্দেশনায় অভিযান চলমান রয়েছে।