1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা – শীর্ষক জেলা কর্মশালা-২০২৫ যুবলীগ নেতা আমজাদ -গ্রেফতার সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ জামায়াতে ইসলামী লালমোহন পৌরসভার উদ্যোগে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। গফরগাঁও-কিশোরগঞ্জ-নরসিংদীতে সক্রিয় দালাল চক্র, ভুয়া সনদে শিক্ষক নিয়োগ বাণিজ্য বাঘাইছড়িতে ট্রলি উল্টে ৩ শ্রমিকের মৃত্যু, আহত ৩ গোমস্তাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা রাণীনগরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

১৪ মাস ধরে বন্ধ যমুনা সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ- মানবেতর জীবনযাপন শ্রমিকদের

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

কবীর আহমেদ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গ্যাস সংকটে প্রায় ১৪ মাস ধরে উৎপাদন বন্ধ হয়ে পড়ে আছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কারখানা বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। চলতি মৌসুমে ইউরিয়া সারের সংকটের আশঙ্কা করছেন কৃষক। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে কারখানার সাথে জড়িত দৈনিক মজুরি ভিত্তিক হিসেবে নিয়োজিত ও পরিবহনের শত শত শ্রমিক পরিবার।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা। এ কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা নিয়ন্ত্রণাধীন এবং কেপিআই-১ মানসম্পন্ন সার উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকেই দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল কারখানাটি।

কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন ত্রুটির কারণে কারখানার উৎপাদন কমে বর্তমানে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন করছে। গত বছরের (২৪ সাল) ১৫ জানুয়ারি থেকে যমুনার গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এরপর থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। দ্রুত গ্যাস সংযোগ দিয়ে বৃহৎ এ শিল্প কারখানাটি সচল রাখতে না পারলে পুরোপুরি অচল হওয়ার শঙ্কা রয়েছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

এদিকে যমুনা সার কারখানা থেকে জামালপুর জেলাসহ শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী, ও উত্তরবঙ্গের ১৬ জেলার প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে যমুনার ইউরিয়া সার সরবরাহ করা হয়। যদি এভাবে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকে তবে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকট হওয়ার শঙ্কায় রয়েছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, আমদানী করা সার গুলোর গুনগত মান ভালো না। যমুনার সারের মান ভালো। যমুনার সার জমিতে ব্যবহারের ফলে ফসল বৃদ্ধি পায়। গাছও সতেজ থাকে। বাইরের দেশ থেকে আমদানিকৃত সার জমিতে ব্যবহার করলে ফসল ভালো হয় না। জমির উর্বরতা কমে যায়।

কারখানার দৈনিক মজুরী ভিত্তিক, ট্রাক পরিবহনের শ্রমিক ও ব্যবসায়ীরা বলেন, কারখানার সঙ্গে জড়িত প্রায় ৪ শতাধিক ট্রাক, লড়ি পরিবহন রয়েছে। দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় পরিবহনের ড্রাইভার, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছে। আমাদের গাড়ী গুলো পড়ে পড়ে মরিচা ধরছে। কারখানা সংলগ্ন বিভিন্ন ছোট-বড় দোকান গুলো এখন বন্ধের পথে। কারখানাটি বেশিদিন বন্ধ থাকলে এক সময় চিনি ও পাট শিল্পের মতো এ শিল্পও বন্ধ হয়ে যাবে বলেও আশঙ্কা করেন তারা।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.স.ম মোসলে উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ রয়েছে। আমরা উর্দ্ধতন কতৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। আশা করি খুব তাড়াতাড়ি কারখানাটিতে পুনরায় গ্যাস দেয়া হবে এবং আমরা উৎপাদনে ফিরতে পারবো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট