1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

মাওলানা মুখলেচুর রহমান চাপরতলী: ইসলামী জ্ঞানচর্চার উজ্জ্বল নক্ষত্র

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

মাওলানা মুখলেচুর রহমান একজন বিদগ্ধ আলেমেদীন, মুহাদ্দিস, প্রাজ্ঞ লেখক, সমাজ সচেতন আলেম এবং ইসলামী জ্ঞানচর্চার আলোকিত দিশারী। তিনি কুরআন ও হাদিসের গভীর জ্ঞানের অধিকারী, যার ফলে তার বক্তব্য ও লেখনীতে প্রজ্ঞার ছাপ স্পষ্ট। শিক্ষাক্ষেত্রে তার অবদান অনন্য, কারণ তার অসংখ্য কৃতি ছাত্র দেশে-বিদেশে ইসলামী জ্ঞান প্রচার ও প্রসারে ভূমিকা রাখছে। তিনি মানবকল্যাণে নিবেদিতপ্রাণ, দীন ও সমাজের উন্নয়নে সদা তৎপর। তার শিক্ষাদানের পদ্ধতি এবং গভীর জ্ঞান অনুসন্ধানের ক্ষমতা তাকে সমসাময়িক আলেমদের মধ্যে অনন্য।

জন্ম ও পারিবারিক পরিচয়: মাওলানা মুখলেচুর রহমান ১৯৭৯ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতার নাম মাষ্টার মনির উদ্দিন। তিনি দীনি পরিবেশে বেড়ে ওঠেন।

বিবাহিত জীবন: ২০০৪ সালে একই উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের কন্যার সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁর পরিবারে স্ত্রী, পাঁচ কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।

শিক্ষা জীবন: মাওলানা মুখলেচুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় খড়কি ইসলামিয়া কাছেমুল উলূম মাদরাসায়, যেখানে তিনি চার বছর অধ্যয়ন করেন। এরপর তিনি আল্লামা ওলিপুরী হুজুর প্রতিষ্ঠিত মনতলা দারুস সুন্নাহ মাদরাসায় চলে যান, সেখানে তিনি তিন বছর অধ্যয়ন করেন।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার প্রসিদ্ধ কওমি মাদরাসা জামিয়া ইউনুছিয়ায় ভর্তি হয়ে মেশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান চট্টগ্রামের প্রসিদ্ধ জামিয়া পটিয়া মাদরাসায়। জামিয়া কাছেমুল উলূম পটিয়া থেকে তিনি ২০০২ সালে মেধাতালিকায় স্থানসহ দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

কর্মজীবন: দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর, তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পটিয়া মাদরাসার মুরব্বীদের পরামর্শে তিনি জামিয়া ইসলামিয়া ভূজপুর কাজিরহাট মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
৫ বছর জামিয়া ভূজপুর-এ মুহাদ্দিস এর দায়িত্ব পালনের পর তিনি ঢাকার জামিয়া মুহাম্মাদিয়া বনানীতে চলে যান এবং ২ বছর সেখানে তিনি মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। দুই বছর পর পুনরায় জামিয়া ইসলামিয়া ভূজপুর এর তৎকালীন মুহতামিম আল্লামা শাহ জালাল আহমদ (রহ.)-এর আহ্বানে ভূজপুরে ফিরে এসে ২০১৫ সাল পর্যন্ত প্রধান মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন।

অতঃপর তিনি নিজ জন্মস্থান নাসিরনগরে ফিরে গিয়ে জামিয়া কাছেমিয়া নাসিরনগর মাদরাসা প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত জামিয়া কাছেমিয়া ব্রাহ্মণবাড়িয়া মাদরাসায় নাজিমে আলা হিসেবে দায়িত্বে রয়েছেন।

ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা: তিনি উপমহাদেশের বৃহত্তম ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সেক্রেটারি এবং নাসিরনগর উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বায়আত ও ইজাজত: তিনি জামিয়া পটিয়ার মুহাদ্দিস হযরত নুরুল ইসলাম জাদিদ সাহেব এবং জামিয়া ইসলামিয়া ভূজপুর মাদরাসার মুহতামিম আল্লামা শাহ জালাল আহমদ (রহ.) থেকে বায়আত ও ইজাজত প্রাপ্ত হন।

লেখালেখি: মাওলানা মুখলেচুর রহমান একজন মেধাবী লেখক। তিনি মেশকাত শরিফের শরাহ শামসুল আমাল রচনা করেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি ধর্মীয় পুস্তক লেখার কাজে নিয়োজিত রয়েছেন।
ভূজপুর মাদরাসার শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত আল ইমদাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় পর্যায়ে অবদান: একসময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নির্বাচনে অংশ নিয়ে ১০০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তবে ঘুষ দিতে অস্বীকৃতির কারণে সেই পদটি তাঁর হাতে আসেনি।

বিশেষ গুণাবলি: মাওলানা মুখলেচুর রহমান একজন প্রজ্ঞাবান মুহাদ্দিস। তাঁর ক্লাসে ছাত্ররা মুগ্ধ হয়ে হাদিসের জ্ঞান অর্জন করে। হাদিসের কিতাবগুলো তিনি তথ্যনির্ভর ও সাবলীল ভাষায় পাঠদান করেন।

মাওলানা মুখলেচুর রহমান একজন দক্ষ শিক্ষক, প্রতিভাবান লেখক ও বিজ্ঞ আলেম। তাঁর জ্ঞান ও মেধা কওমি মাদরাসা শিক্ষায় অবদান রাখছে। তাঁর কর্ম ও খেদমত আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

লেখক: সাংবাদিক মাওলানা আসগর সালেহী
লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট