মো: মোখলেসুর রহমান বিজয়
রাজশাহী
বৈষম্য বিরধী ছাত্র আন্দোলন রাজশাহী ও ছাত্রদলের যৌথ অফিযানে রাজশাহী চারঘাট থানার বালাদিয়ার গ্রাম থেকে
মো: তন্ময় আহম্মেদ জয়(২৬) পিতা: মো: জিল্লুর রহমান (৪৭) কে তার নিজ বাসা থেকে উদ্ধার করে চারঘাট থানার পুলিশ কর্মকর্তার কাছে সমার্পণ করা হয়, সে সকল তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠে আসেন। যেমন, সে নিশিদ্ধ সংগঠন ছাত্রলীগের এখনো সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন কার্যক্রম চালায়,অনলাইনে দলীয় নানা পোস্ট এবং ছাত্রদল ও বৈষম্য বিরধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নানা ভাবে হুমকি প্রদান করেন। এসকল বিষয় বিবেচনা করে বৈষম্য বিরধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর নজর রেখে বাসায় আছে তা নিশ্চিত করে চারঘাট থানায় জানালে,থানা থেকে পুলিশ কর্মকর্তা এসে তার বাসায় অভিযান চালালে চাইনিজ কুড়াল সহ নানা রকম দেশীয় অস্ত্রসহ তাকে থানায় নিয়ে যান।।