মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি বাষ্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ষাটনল ও কালীপুর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, মো. রায়হান (৩১), মো. নাহিদ (২৪), মো. কাওছার সরদার (২৬), মো. হাফিজ (৪৮), মো.সোহাগ (২৯), মো. রাতুল (২৫), মো. জসিম (৫০), মো. সোহাগ (২৪), মো. আরিফ (২৭)।
বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মুজাম্মেল হক বলেন, উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মতলবের সীমানায় বালু উত্তোলন করে। খবর পেলে দুপুরে মতলব উত্তরের ষাটনল এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি বাল্কহেড এবং ৭টি ড্রেজারসহ ৯ জনকে গ্রেপ্তার করি।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলার প্রস্তুতি চলছে। ড্রেজার ও বাল্কহেড ও স্পিডবোট মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ ড্রেজার, ১টি বাল্কহেড আটক কারা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।