1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।

 

চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর নাছিমন ভবন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শাহ মোহাম্মদ নেছরুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ কাজি সেলিম রেজা।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট কাজি মাওলানা মোহাম্মদ আবুল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন বিন নূরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরাচারী আওয়ামী লীগের বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন।

তিনি বলেন, জিয়ার শাসনামলে দেশের আলেম-ওলামারা যথাযথ সম্মান পেয়েছিলেন এবং তৎকালীন শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে তার সুসম্পর্ক ছিল।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ছালাউদ্দীন, অধ্যাপক ইউনুচ চৌধুরী, মোঃ নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত, কাজী মোঃ সালাউদ্দীন, এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, রফিক উল্লাহ হামিদী, নুরুল আবছার আনচারী, মাওলানা ইউসুফ, হাফেজ আবদুল্লাহ, কাজী ফয়েজুল্লাহ, সিরাজুল ইসলাম, নুরুল আফসার আনচারী, শহিদুল্লাহ চিশতী, এইচ এম জয়নাল, মাওলানা মুজিব, সাংবাদিক মাওলানা আসগর সালেহী ও মাওলানা জাবের।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ওলামা সমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট