1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

বদরগঞ্জের ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

 

মোঃ শামসুজ্জামান রিয়াদ উপজেলা প্রতিনিধি বদরগঞ্জ রংপুর

 

রংপুরের বদরগঞ্জে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রী (১১) কে শ্লীলতাহানির চেষ্টায় মজিদুল হক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা কনকচন্দ্র সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল পাশারীপাড়া এলাকায় গতকাল (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয় প্রাইমারি স্কুল থেকে টিফিনের সময় বাড়ি যাওয়ার পথে ভুট্টা খেতে উৎপাতে থাকা একই ইউনিয়নের নতুন বাবু পাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মজিদুল হক ওই স্কুল ছাত্রীর হাত ধরে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্পর্শকতার স্থানে হাত দিয়ে যৌন পীড়ন ঘটায়। ঘটনাস্থলে স্কুলছাত্রী ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেন মজিদুলকে। স্থানীয়রা পরে বদরগঞ্জ থানা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসেন।

স্কুল ছাত্রীর বাবা কনকচন্দ্র সরকার বলেন, গতকাল আমার মেয়ে টিফিনের সময় বাড়ি আসার পথে নতুন বাউল পাড়া গ্রামের মজিদুল নামের এক ছেলে আমার মেয়ের হাত ধরে টেনে ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মেয়ের ডাক চিৎকারে আশ পাশের লোক এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। আশপাশের লোকজন তাকে আটক করে রেখেছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে গেছে।ওই ছেলের পূর্ব একটা এরকম ঘটনা রয়েছে সে জেল ও খেটেছে।আমি সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মজিদুল হকের বাবা সাদেক আলী বলেন, আমার ছেলে মজিদুলের মাথার সমস্যা। গতকাল আমার জমির পাশে কি ঘটেছিল আমি জানিনা। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে।

বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে মজিদুল। স্কুল ছাত্রী বাবা থানায় মামলা দায়ের করেছেন। আটক মজিদুল কে রংপুর আদালতে মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট