মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।
চাঁদপুর মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাতটা বাজে প্রভাত ফেরির মাধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রভাত ফেরি শেষ করে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলেজ এর প্রভাষকরা তাদের বক্তব্য দেন । শেষে অধ্যক্ষের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।