মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের সকল উপজেলা বাজারে ও রাস্তার পাশে খোলা বাজারে তরমুজ ৫০/৬০ ও ৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে তরমুজ। প্রকারভেদে একটি তরমুজের ওজন কমপক্ষে ৩-৮ কেজি। ১৮০ টাকা থেকে ৫০০/৬০০ টাকা একটি তরমুজের দাম হাকিয়ে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ভুক্তভোগী ক্রেতাসাধারণ জানান প্রবিত্র মাহে রমজান কে গিরে তরমুজ একটি পানিয় ফল হওয়ায় এর চাহিদা অনেক বেশি থাকায় বেশি দাম হাকিয়ে নেওয়ার অভিযোগ জনসাধারণের। এই রসালো ফল তরমুজের প্রতি বছর কেজি দামে বিক্রির বিরুদ্ধে নানান আইনি পদক্ষেপ নিয়েও কোন প্রতিফলন হচ্ছে না বলেও জানান ভুক্তভোগী ক্রেতারা।
এ বিষয়ে দ্রুততম পদক্ষেপ নেওয়ার দাবি জানান সুশীল সমাজের নাগরিক ও ছাত্র সমাজের নেতারা। তারা আরও বলেন দেশে এখন কোন বৈষম্য বিরুধী সরকার বা কোন অপশক্তি নাই। তাই কোন বৈষম্য বিরুধী ব্যবসায়ী ও থাকার কোন সুযোগ নাই বলেও সতর্ক দিতে চান তারা।
সুশীল নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও ৫ ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার কে নির্মূলে বৈষম্য বিরুধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা গাজীপুর জেলা প্রসাশকের দৃষ্টি আকর্ষণ করে বলেন জেলা বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের মাধ্যমে বাজারে কেজি মূল্যে তরমুজ বিক্রি করা কে একটি শাস্তি যোগ্য অপরাধ হিসেবে বিবেচিত করে বাজার নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তারা আরো বলেন মাহে রমজান উপলক্ষ্যে গাজীপুরে প্রতিটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পন্য সহ সবধরনের খাদ্যদ্রব্যের মূল্যের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য জেলা প্রসাশকের পাশাপাশি জেলা ভোক্তা অধিকার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ও উপজেলা বাজার মনিটরিং, জেলা পুলিশ, গাজীপুর মেট্রো পলিটন পুলিশ, সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সচেতন নাগরিক সদস্য সহ সকলে একসাথে প্রতিরোধ গড়ে তুলে প্রতিহত করার আহ্বান জানান তারা