মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্য নেতৃবৃন্দদের সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। পুলিশ সুপার মহোদয় তাদের বলেন- আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর ২০২৫ খ্রিষ্টাব্দ উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার সড়কে যেন যানজট সৃষ্টি না হয় ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, সড়কে যেন কোথাও ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি এবং মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে, অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ বান্দরবান পার্বত্য জেলা কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার মহোদয় আরো বলেন- প্রত্যেক চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে হবে। বান্দরবান জেলায় আগত টুরিস্টগণ কোনভাবে হয়রানীর শিকার না হয় সে বিষয়টি সকলকে লক্ষ্য রাখতে হবে। বান্দরবানের রাস্তাগুলো জিকজাক হওয়ায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। পুলিশ সুপার নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন- বান্দরবান পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে ১ টি ওয়ার্কশপের স্থাপনা তৈরী করা হবে। যেখানে ড্রাইভার, হেল্পার এবং মালিকগণের উপস্থিতিতে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে অবগত করা হবে। চালকরা যদি কোন জায়গায় বিপদগ্রস্ত হয়ে পড়ে চালকরা যেন খুব দ্রুত সময়ে পুলিশের সহযোগিতা পায় তার জন্য একটি কার্ড সিস্টেম চালু করা হবে। তাৎক্ষণিক পুলিশি সেবা গ্রহণের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ (টুল ফ্রি) কল সেন্টারের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। বান্দরবানের ট্যুরিস্টরা যেন বলতে পারে বান্দরবানের পরিবহন মালিক, ড্রাইভার, হেল্পার এবং বান্দরবান জেলা পুলিশের আচরণ আমাদেরকে মুগ্ধ করেছে। পরিশেষে আগত পর্যটক, পরিবহন সেক্টরের মালিক এবং তাদের কর্মচারীদের প্রয়োজনীয় নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বান্দরবান পার্বত্য জেলার যানবাহন মালিক সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ।