মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর
চাঁদপুরের মতলব উত্তরে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১ হাজার কেজি (২৫ মণ) জাটকা জ’ব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট।
শুক্রবার (৭ মার্চ) রাত ২ টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে জাটকাগুলো জ’ব্দ করে সকালে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত ৭০ কিলোমিটার মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সব মাছ আহরণ বন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হচ্ছে।
এ সময় জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নি’ষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মতলব উত্তরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযান পরিচালনা করে ১ হাজার কেজি জাটকা জ’ব্দ করা হয়। পরে জাটকাগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
মোহনপুর কোস্টগার্ড ইউনিটের অফিসার এম. কবির জানান, শুক্রবার রাত ২টার দিকে মোহনপুর অঞ্চলে মেঘনা নদীর নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থিতিতে মোহনপুর এলাকার এতিমখানা ও দুস্থদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।