মো: ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি।
লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালীন ৫১ বোতল ফেনসেডিলসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
অদ্য ইং ০৭/০৩/২০২৫ খ্রিঃ লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের, রুদ্রেশ্বর মৌজাস্থ জৈনক মোঃ আশরাফুল ইসলাম (৩৫)এর মুদির দোকানের অনুমান ০৫ গজ দক্ষিনে কাকিনা টু রংপুর গামী পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আব্দুস সালাম ২। মোঃ হাবিবুর রহমান হাবিবদ্বয়ের নিকট থেকে একটি পাজেরো জিপ গাড়ী যার রেজিঃ ঢাকা মেট্রো-ঘ ০২-২৪০৮ এর পিছনে ডিকিতে (ব্যাকডালার সম্মুখে গ্যাস সিলিন্ডারের নিচে) বিশেষ কায়দায় তৈরিকৃত একটি কাঠের বক্সের ভিতরে রক্ষীত ৫১ (একান্ন) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।