1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

শিশু ধর্ষণের প্রতিবাদে পীরগাছা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পীরগাছা সরকারি কলেজ ছাত্রদল। ১০ মার্চ ২০২৫, সোমবার সকাল ১১টায় পীরগাছা সরকারি কলেজ ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি পীরগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচীটি মাগুরা জেলার আছিয়া নামে এক শিশুর উপর পৈশাচিক শারিরিক নির্যাতনের প্রতিবাদে আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্র নেতা ও সদস্য সচিব মোঃ মোফাচ্ছিরুল ইসলাম মিলন, পীরগাছা সরকারি কলেজের বিভিন্ন বিভাগীয় প্রভাষকরা –
১. মোঃ মাহমুদ-উল-হাসান ইমরান (প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ)
২. জগদীস চন্দ্র রায় (প্রভাষক, ভূগোল বিভাগ)
৩. শাহ নেওয়াজ পারভেজ মারুফ (প্রভাষক, বাংলা বিভাগ)।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এবং বর্তমান পীরগাছা উপজেলা যুবদলের আইকন ও যুবনেতা মোঃ মোস্তাফিজার রহমান রুমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যরা, যারা মানববন্ধনে অংশ নেন:
১. লিমন পাঠোয়ারি
২. নাহিয়ান লিমন
৩. মুর্ছালিন
৪. মোনাঈম
৫. ইয়াছিন
৬. আশিকুর রহমান
৭. সুলতান মাহমুদ
৮. শারমিন আক্তার
৯. আছিফা
১০. মাহবুবা আক্তার।

মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। নারী, শিশু থেকে শুরু করে বুড়ি পর্যন্ত কেউ ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তারা দাবি করেন, বিচার বিভাগের সর্বোচ্চ আইনে নির্যাতনকারীদের প্রকাশ্যে শাস্তি প্রদান করা হোক, যাতে সমাজে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।”

এভাবে সমাজে সচেতনতা সৃষ্টি করতে এবং ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচী অব্যাহত থাকবে বলে উপস্থিত বক্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট