1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

তালায় যুবলীগ-ছাত্রলীগ নেতা বাবা-ছেলের ধারালো অস্ত্রের আঘাতে এক স্কুল শিক্ষক গুরুতর আহত।থানায় মামলা দায়ের

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

▫️মহিউল ইসলাম। উপজেলা প্রতিনিধি, তালা(সাতক্ষীরা)

 

তালার কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কাটার প্রতিবাদ করায় তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মো. হাসান শেখ নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ী যুবলীগ-ছাত্রলীগের নেতারা।
গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালানো হয়। এঘটনায় গুরুতর আহত শিক্ষক হাসান শেখকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত. আব্দুল্লাহ শেখ -এর ছেলে মো. হুসাইন শেখ জানান, তার বড় ভাই মো. হাসান শেখ খলিষখালী শৈব্য বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার সাথে এলাকার সমাজ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। হুসাইন শেখ বলেন, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের বন্যা নিয়ন্ত্রন বাঁধের মাটি চুরি করে কেটে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছে একই গ্রামের যুবলীগ নেতা মো. রবিউল শেখ। জনস্বার্থে শিক্ষক হাসান শেখ মাটি কাটায় বাঁধা প্রদান করে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এতে রবিউল শেখ ক্ষুব্ধ হয়ে ওঠে। সম্প্রতি যুবলীগ নেতা রবিউল শেখের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল শেখ নিজে মাদক সেবন করা সহ এলাকায় মাদকের ব্যবসা শুরু করলে শিক্ষক হাসান শেখ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এর বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেন। এতে করে মাদক ব্যবসায়ী ফয়সাল শেখ প্রকাশ্যে শিক্ষক হাসান শেখকে হুমকি প্রদান করে। গঙ্গারামপুর গ্রামের মো. রাসেল শেখ জানান, শিক্ষক হাসান শেখ একজন নীতিবান মানুষ। সমাজের সবধরনের খারাপের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন।

তিনি বলেন, গত শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শিক্ষক হাসান শেখ তারাবীর নামাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে যুবলীগ নেতা রবিউল শেখ ও তার ছেলে ফয়সাল শেখ সহ তাদের ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী পাইকগাছা উপজেলার কাজী মুছা গ্রামের সাব্বির গোলদার এবং তালার শেখেরহাট গ্রামের আরাফাত সহ ৮/১০ জন দূর্বৃত্ত অতর্কীত হামলা চালিয়ে তাকে ধারালো দাঁ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় এলাকার লোকজন হাসানকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এঘটনায় শিক্ষক হাসান শেখের ভাই হুসাইন শেখ বাদী হয়ে শনিবার (১৫ মার্চ) তালা থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট