1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

পীরগাছা মাদ্রাসা পরিষদ আয়োজিত ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

মু. আবু নাঈম পীরগাছা

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ১৭ মার্চ পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক সুমন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ সুজা মিঞা,একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, পীরগাছা উপজেলা জামাআত নেতা মোঃ বজলুর রশিদ মুকুল, এবং মানব সম্পদ বিভাগের রংপুর শাখার সভাপতি মোঃ মোত্তালিব হোসেন।

এছাড়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পীরগাছার সভাপতি ডা. মোঃ জাকির হোসেন, সেক্রেটারি মোঃ আশাদুজ্জামান আল আমিনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত এবং বৈষম্যের শিকার হয়েছেন। তারা বলেন, এই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষকরাও সমাজে সম্মানজনক স্থান লাভ করতে পারেন এবং তাদের দাবি ও অধিকার নিশ্চিত হয়।

মাদ্রাসা শিক্ষকরা এসময় আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের এই সংগ্রাম এবং উদ্যোগের ফলে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তারা সম্মানিত অতিথিদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, যেন তাদের প্রতি আর কোন বৈষম্য বা অবিচার না ঘটে।

এছাড়াও, মাহফিলের পরে উপস্থিত সবাই একত্রিত হয়ে ইফতার করে এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন, যাতে জাতি ও সমাজের সমৃদ্ধি এবং মাদ্রাসা শিক্ষকদের উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

এই মাহফিলের মাধ্যমে মাদ্রাসা শিক্ষকদের একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং তাদের দীর্ঘদিনের দাবী সমর্থন করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট