নিজস্ব প্রতিবেদক
প্রয়াত সাংবাদিকদের রূহের আত্নার শান্তি কামনায় গাজীপুর সদর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) গাজীপুর সদর প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার,জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিনিয়র সাংবাদিক নেতা ও কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি ডক্টর একেএম রিপন আনসারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, মোহনা টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আতিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু,দৈনিক মুক্ত কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান,মইজুদ্দিন পারভেজ,রমজান আলী রুবেল,যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ,কোষাধ্যক্ষ মনির শেখ,দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন গাজী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হক,মরিয়ম আক্তার,নজরুল ইসলাম মেহেদী,আল-আমিন রতন,খাইরুল ইসলাম,মেহেদী হাসানসহ অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী।
গাজীপুর সদর প্রেসক্লাবের প্রয়াত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাঁইয়া,সাবেক দপ্তর সম্পাদক জুয়েল আলম ও সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহর রূহের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন গাজীপুর সদর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
এসময় বক্তারা বলেন ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেি গাজীপুর সদর প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার আদায়ে সব সময় কাজ করেছে ভবিষ্যতেও একই ভাবে কাজ করে যাবে।