আসগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।
“কোরআন ও সুন্নাহর আলোকে দীন প্রচারে একধাপ এগিয়ে”—এই প্রতিপাদ্যকে ধারণ করে চ্যানেল আল-মানাহিলের যাত্রা শুরু হয়েছে।
আধুনিক প্রযুক্তির সহায়তায় ইসলামের শাশ্বত বাণী বিশ্বব্যাপী পৌঁছে দিতে আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত চ্যানেল আল-মানাহিল মূলত কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামী শিক্ষা ও জীবনব্যবস্থাকে সবার সামনে তুলে ধরার লক্ষ্যে কাজ করবে।
গত ১৮ মার্চ, চট্টগ্রামের ফাউন্ডেশন অফিসে এক অনাড়ম্বর আয়োজনে চ্যানেল আল-মানাহিলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে মিডিয়াকে ইতিবাচকভাবে ব্যবহার করা অত্যন্ত জরুরি।”
চ্যানেল আল-মানাহিল ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে কুরআন ও সুন্নাহর আলোকে বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা করবে। পাশাপাশি এটি ইসলামী শিক্ষার প্রচার, নৈতিক ও আত্মিক উৎকর্ষ সাধন এবং আধুনিক জীবনে ইসলামী বিধান প্রয়োগের উপায় নিয়ে নানা অনুষ্ঠান সম্প্রচার করবে।
আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা, অসহায়দের জন্য ঘর নির্মাণ, এতিমদের লালন-পালন, দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ এবং দুর্যোগকালীন সহায়তা প্রদান অন্যতম।
চ্যানেল আল-মানাহিলের এই যাত্রা ইসলামের সৌন্দর্য ও মানবকল্যাণমূলক বার্তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।