মো: সৈকত হোসেন (নেত্রকোনা) প্রতিনিধি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ওজাতীয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলায় বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে,
বীর মুক্তিযোদ্ধা,কলেজ_স্কুল_মাদ্রাসার শিক্ষক বৃন্দ,সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিশিষ্ট ব্যক্তি, শ্রেণী_পেশা_ধর্ম_বর্ণ জাতির নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২৬ শে মার্চ বিকাল ৪ঃ০০
ঘটিকার সময় পূর্বধলা
স্টেশন সংলগ্ন ঈদ গাহ মাঠে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আহমেদ আলী সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদল, ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মান্নান ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃআঃরাশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি
এ এস এম শহীদুল্লাহ ইমরান।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান,তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব তবে আওয়ামীলীগ স্বাধীনতা সহ গণ তন্ত্র ধ্বংস করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব হাজী আব্দুল গনি , আজিমদ্দিন তালুকদার আরশাদ,ডাঃ লতিফুর রহমান , ডাঃ আজিজ, নাজমুল হুদা ফিরোজ , ফিরোজ তালুকদার,বাচ্ছু তালুকদার আব্দুল মালেক ,আব্দুল জলিল , খোরশেদ আলম , মিলন মেম্বার , আব্দুর রেজ্জাক,মোফাজ্জল হোসেন লিটন ,আব্দুর রাশিদ, আসাদুজ্জান ডানো , লিটন ,ওয়ারেস আবুল মেম্বার , মিরাস উদ্দিন,শাজাহান মিয়া ,নয়ন মিয়া , নয়ন মিয়া, সোহাগ সরকার ,মতিউর রহমান ,শহিদুল ইসলাম, জুয়েল ফকির , মোবারক ইসলাম , মতিউর জারিয়া, দেলোয়ার হোসেন , উজ্জ্বল মিয়া, জাহিদ ,জসিম উদ্দিন , বাদশা , রাসেল মিয়া , রিপন মাহমুদ ,বাবুল ,আনিসুজ্জামান আনিস, জাহাঙ্গীর আলম ,জাহিদ হাসান , ইঞ্জিনিয়ার রুকন ,মিমন ,সায়েম, জহুর মিয়া , খায়রুজ্জামান খায়রুল ,সোহেল মিয়া আজাহারুল , ইসলাম সজীব , আল আমিন ,হারুন ,আনোয়ার , সবুজ , জুলহাস , রাকিব রাসেল , রুবেল , ইমরান হোসেন, মোজাম্মেল মিয়া, স্বাধীন , জয় , রাফিন,মিজান সহ উপজেলা বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা,মহান মুক্তি যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদদের মাগফেরাত কামনা,জুলাই আগস্টে শহীদদের মাগফেরাত,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা,ও দেশ নায়ক তারেক মানের সুস্হ্যতা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।