ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মোঃ রুবেল মিয়া।
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলে অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সংস্কারকাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর হাসপাতালটির সংস্কারকাজ শুরু হলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়। তবে, শুরুতেই পুরোনো ও নষ্ট ইট ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠেছে। ঠিকাদার আওয়ামীলীগ নেতা আজাহার এর নেতৃত্বে, ইঞ্জিনিয়ার, ও অন্যান্য দূর্নীতিবাজ নেতাদের দূর্নীতি ঠেকাতে পারছেনা এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা স্বপন মিয়া, আলি সরকার, আবু সাইদ, সোহেল, রিপন এর অভিযোগ, শুরুতে পুরোনো ইট ব্যবহার করে কাজ শুরু করা হয়। স্থানীয় যুবকদের প্রতিবাদের মুখে কাজ বন্ধ রাখার আশ্বাস দেওয়া হলেও, পরে রাতের আঁধারে ইট ধুয়ে সেগুলো দিয়েই আবার কাজ করা হয়।
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম ময়মনসিংহ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ রায়হান তানভীর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণকাজের সাথে জড়িত কর্মীরা পুরোনো ইট ব্যবহারের কথা স্বীকার করেছেন এবং নতুন ইট না পাওয়ার অজুহাত দেখিয়েছেন।
স্থানীয়দের দাবি, হাসপাতালটির সংস্কারকাজে স্বচ্ছতা বজায় রাখা হোক এবং নতুন ও মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।