1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

ঈদের দিনের করণীয় সুন্নাত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মাওলানা আসগর সালেহী

ঈদ মুসলমানদের জন্য এক বিশেষ অনুগ্রহ ও আনন্দের দিন। ইসলাম ধর্মে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালিত হয়। এই দিন কেবল আনন্দ করার জন্য নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায়, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সাম্যের প্রতীক।

ঈদের ইতিহাস:
ঈদের সূচনা ইসলামের প্রাথমিক যুগ থেকে। মহানবী (সা.) মদিনায় এসে দেখলেন, সেখানকার লোকেরা দুইটি দিন উৎসব হিসেবে পালন করে। তখন তিনি বললেন,
“আল্লাহ তোমাদের জন্য এ দুটি দিনের পরিবর্তে আরও উত্তম দুটি দিন দান করেছেন—ঈদুল ফিতর ও ঈদুল আজহা।” (আবু দাউদ)

ঈদের হুকুম:
ঈদের নামাজ হানাফি মাযহাবে ওয়াজিব, আর অন্য মাযহাবে সুন্নাতে মুয়াক্কাদা।
আল্লাহ তাআলা বলেন, “অতএব, তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো।” (সূরা কাওসার, আয়াত- ০২)

ঈদের দিন সকালে করণীয়:
ঈদের দিন সকালে উঠে নিম্নলিখিত সুন্নাত ও আমল করা উত্তম—

আল্লাহর শুকরিয়া আদায় করা – জীবিত থাকা ও ঈদের দিন পাওয়া আল্লাহর নেয়ামত।
গোসল করা – হাদিসে আসছে ঈদের দিন গোসল করা সুন্নাত।
পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
ধীরস্থিরভাবে ও বিনয়ের সাথে যাওয়া।
সুগন্ধি ব্যবহার করা – রাসুল (সা.) ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করতেন।
নতুন পোশাক বা পরিষ্কার পোশাক পরা – নতুন না থাকলে পরিষ্কার ভালো পোশাক পরা সুন্নাত।
সেহরির মতো ঈদের সকালেও খাওয়া – ঈদুল ফিতরের দিনে খেজুর বা মিষ্টি খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত।
তাকবির পড়তে পড়তে যাওয়া – ঈদের দিন তাকবির বলা সুন্নাত।
পথ পরিবর্তন করে আসা-যাওয়া- ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় আসা। একই রাস্তা হলে, রাস্তার ডান পাশ দিয়ে যাওয়া এবং আসার সময় ডান পাশ দিয়ে আসা।
ঈদগাহে নামাজ আদায় করা- ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নাত। পাড়া মহল্লা ভিত্তিক ছোট ছোট জামাত না করে, সবাই মিলে বড় আকারে সবাই একসাথে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করা। এতে ইসলামের শান মান বুলন্দ হয়।

ঈদের নামাজের পরে করণীয়
খুতবা শোনা – ঈদের নামাজের পর খুতবা দেওয়া হয়, যা শোনা সুন্নাত।
পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও মুসলিম ভাইদের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করা।
গরিবদের মাঝে দান-সদকা করা।
কবরস্থানে যাওয়া ও দোয়া করা।

ঈদ আনন্দ ও ইবাদতের সংমিশ্রণ। এই দিনে আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, নামাজ ও সুন্নাত অনুসরণ করা, গরিব-দুঃখীদের সহায়তা করা এবং পরিবার ও সমাজের সঙ্গে ভালো ব্যবহার করা। আসুন, আমরা ঈদের সুন্নাতগুলো পালন করে দিনটিকে আরও অর্থবহ করে তুলি। ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি।

লেখক: মাওলানা আসগর সালেহী
সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
ফটিকছড়ি, চট্টগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট