1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

রংপুরে অপহৃত ৪ শিশুসহ অপহরণকারী নারী আটক।

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ ছামছুজ্জামান রিয়াদ প্রতিনিধি বদরগঞ্জ রংপুর

 

রংপুর রেলস্টেশন থেকে চার শিশুসহ আদুরী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ওই নারীকে আটক করা হয়।
আটক আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তারা রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই মহিলা ইফতার পরবর্তী উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এর পরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।
এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭) দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। আজকে সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেন অভিভাবকরা।এর পর রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ওই নারীকে মারধরের চেষ্টা করে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে।

অন্যদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট