কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে মনোহারী ও চা দোকান হামলা চালিয়ে মালামাল তছনছ ও নগদ লুটের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মনোহারী ব্যবসায়ী। শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার ঝালু পাড়া এলাকার মনোহারী ও চা দোকানদার সুমন মিয়া তার ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ করে শনিবার আনুমানিক রাত ১০ টার দিকে স্থানীয় সচল, আলমগীর, সুজন, কমল, জাগীর, তামীম, সজিব, ইব্রাহীম সহ ১০/১২ জন সম্মিলিতভাবে দোকানদার সুমন আহম্মেদ এর দোকানে অনলাইনে জুয়া খেলা হয় বলে সন্দেহ করে চাপ প্রয়োগ করে তারা। এসময় সুমন আহম্মেদ প্রতিবাদ করলে তার দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল তছনছ করে এবং ক্যাশে থাকা নগদ ২০/২২ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে ব্যবসায়ী সুমন আহমেদ এর অভিযোগ।
এ ব্যাপারে মনোহারী ব্যাবসায়ী সুমন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে অভিযোগ সহকারে বলেন, আমার দোকানে কিছু ছেলে টিভিতে খেলা দেখতে আসে। এটি কে অনলাইনে জুয়া খেলার আড্ডা বলে আখ্যায়িত করে মিথ্যা অভিযোগ এনে দোকানে হামলা চালিয়ে মালামাল তছনছ সহ ক্যাশ বাক্স হতে নগদ ২০/২২ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং দোকান বন্ধ রাখার হুমকি দেয় তারা। এ ঘটনা জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইকে অবগত করলে তিনি ঘটনার সাথে জডিতদের তিন দিনের মধ্যে বিচার করবেন বলে আশ্বাস প্রদান করেন।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাদঁ মিয়া জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।