জেলা প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরাইলের বর্বোচিত হামলার প্রতিবাদে গাইবান্ধা পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ বিভিন্ন স্তরের সাধারণ মুসলমানগন অংশগ্রহণ করেন।
স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়ো হন।
বিভিন্ন স্কুল কলেজের সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল গুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোরে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টা কে উদ্দেশ্য করে বলেন ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে কোটি কোটি তৌহিদী মুসলমান ভাইয়েরা রয়েছেন আমরা ফিলিস্তিনে যেতে চাই আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন।
সমাবেশ থেকে ফিলিস্তিনিদের জন্য ফান্ড সংগ্রহ ওববাংলাদেশের সর্বস্তরে ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।
এছাড়াও মানবতার এই দুর্দিনে সবাইকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্গনের দায়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরাইলকে বিচারের মুখোমুখি করার জন্য বিশ্বের নেতৃ বিন্দু প্রতি জোর দাবি জানান বিক্ষোভকারী।