ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামিয়া মার্কেট নতুন বাজারে দখলদার ইসরাইলের আগ্রসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামিয়া মার্কেটের সকল ব্যবসায়ি ও ওলামায়ে কেরামগন ।
০৮ এপ্রিল মঙ্গলবার ১০টার পর থেকে সমাবেশে শুরু করে ব্যবসায়িরা ও ওলামায়ে কেরামগন বাজারের সকল ওলিতে-গলিতে গিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি তাওহিদী জনতা প্রস্তুত রয়েছে । আমরা ফিলিস্তিন যেতে চাই, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। অতিতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিষ্ট ও জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এছাড়া সমাবেশ থেকে বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান এবং ফিলিস্তিনের সকল মানুষদের জন্য দোয়া করেন।