1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

মতলব জেবি সরকারি উবির মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।

 

সাবেক সচিব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল জাকির হোসেন কামাল বলেছেন,জীবনকে সুন্দরভাবে সাজাতে হলে একজন ছাত্রের লেখাপড়ার বিকল্প নেই। নিজের দেহ সুন্দর এবং সতেজ রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চা ও খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে।

এতে শরীর-স্বাস্থ্য ও মেধা বিকশিত হয়। ৭ এপ্রিল ঐতিহ্যবাহী মতলব জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সুস্থ শরীর গঠনে শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের। শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে। তাছাড়া, সুশৃংখল জীবন গঠনে ক্রীড়া-খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা, দীক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াবে এটাই প্রত্যাশা করি।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন আফজালুর রহমান রিয়েল,অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,প্রফেসর আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মতলব সরকারি কলেজ, মোহাম্মদ সালেহ আহমেদ, অফিসার ইনচার্জ মতলব দক্ষিণ থানা, মোঃ গাউছুল আজম পাটোয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেন।

শরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী মেরাব আলী ও গীতা পাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী অপূর্ব কুমার রায়।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষক মোঃ আল আমিন ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা মনজুর আহমেদ। সবশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

একদিকে অনুষ্ঠান শুরুর পূর্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর উদ্ধোধন করেন সাবেক সচিব মোঃ জাকির হোসেন কামালসহ অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট