মোঃ মনিরুল ইসলাম
গাজীপুর জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় সাংবাদিকদের নিউজ সংগ্রহে সীমানা - সমীকরন করে দিয়ে নিউজ করতে হবে বলে হুমকি দমকি দিয়ে আসছে কিছু ছোট খাটো পাতি নেতা ও আংশিক বাসা ভাড়া দিয়েই যাদের জীবন জীবিকা নির্বাহ করা কিছু বাসার মালিক ও ম্যানেজার
এলাকা মহল্লা বিত্তিক যে অপরাধ হয় তার তথ্য সংগ্রহ করে সংবাদ প্রচার করা যাবে না এবং কিছু কিছু এরিয়া চিহ্নিত করে দিতে চায় যে ঐ সকল এলাকায় সাংবাদিক প্রবেশ করতে পারবেনা বলে বৈষম্য তৈরি কারতে চায় ঐ ফ্যাসিস্ট পাতি নেতা,নামধারী কিছু বাড়িওয়ালা পরিচয় দানকারী ও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসাই
এছাড়াও তাদের নিয়ম নীতি ও ইচ্ছার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ ও প্রচার করলে সাংবাদিকদের নারী নির্যাতন, ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে পাশানো সহ মারধর দিয়ে হত্যার হুমকি সহ নানান ভয় -ভীতি দিয়ে আসছে বলেও জানান নাম না প্রকাশে এএকাধিক মুল ধারার সাংবাদিক বৃন্দ।
গাজীপুরের সকল নির্যাতিত নিপীড়িত সাংবাদিক ভাই /বোনদের পক্ষ থেকে আমি মনিরুল ইসলাম গাজি, সমাজ কল্যাণ সম্পাদক ( গাজীপুর সদর প্রেসক্লাব) গাজীপুরের সর্বস্তরের প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি যে গাজীপুরে যেন কোন সাংবাদিক বৈষম্যের স্বীকার না হয়, কোন ব্যক্তির মাধ্যমে অপমান অপদস্ত, হামলার ও মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলার স্বীকার না হয় এই দিকে দৃঢ়তার সাথে দৃস্টি রাখার জন্য আহবান করছি।
সেই সাথে ফ্যাসিবাদী পাতি নেতা ও মাদক ব্যবসাই এবং ভুমি দস্যুদের বলতে চাই বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে ও প্রচারে সাংবাদিকরা সব সময় নিয়োজিত ছিল এবং থাকবে, সাংবাদিকরা দেশ - জাতির মঙ্গল কামনায় সদা সর্বদা নিয়োজিত ছিল, আছে ও থাকবে