সোহান রানা সখিপুর উপজেলা প্রতিনিধি :
ফেসবুকের পরিচয়। তারপর সেই পরিচয় এক পর্যায়ে স্বামী-সন্তান রেখেই টাঙ্গাইলের সখিপুরে প্রেমিকের বাড়িতে সংসার শুরু করে। রংপুর সদর উপজেলার বাসিন্দা রিনা আক্তার (২৪)। সবশেষ ৫ মাস পরেই সেই ঘরেই মিলল রিনার ঝুলন্ত মরদেহ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করছে রিনার দ্বিতীয় স্বামীর বাড়ির লোকজন।
পুলিশ ও রিনার দ্বিতীয় স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকে দেওয়ান রাব্বীর সঙ্গে রিনা আক্তারের পরিচয় হয়।
ওই পরিচয়ের সূত্র ধরেই প্রায় ৫ মাস আগে রিনা টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া গ্রামে দেওয়ান রাব্বীর বাড়িতে চলে আসেন। রাব্বী তাকে বিয়েও করেন।
বিয়ের পর রিনার বাবার বাড়ি (রংপুর) কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। তবে গেল ঈদের আগে (রমজান মাসে) রিনা রংপুরে তার বাবার বাড়ি গিয়েছিল এবং ঈদের আগে আবারও রাব্বীর বাড়িতে চলে আসে। সবশেষ মঙ্গলবার ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।