মোঃ খসরুজ্জামান কবীর
মধ্যনগর উপজেলা প্রতিনিধি
মধ্যনগরে পুলিশি অভিযানে ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে । এর মধ্যে উজ্জ্বল মিয়া (৩২) বিশেষ ক্ষমতা আইনে ও তার নামে অনেক গুলো এফ আই আর ভূক্ত মামলা, অভিযোগ, এজাহার, সাধারণ ডাইরী রয়েছে অন্যদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। উজ্জ্বল মিয়া উপজেলার চামরদানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। গত বছরের ২৭ নভেম্বর মধ্যনগর থানায় দায়েরকৃত মামলায় (নম্বর ৬) তাকে গ্রেপ্তার দেখানো হয়। অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামি সঞ্জয় তালুকদার, লিটন তালুকদার, পিনু তালুকদার ও বজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, গ্রেপ্তারকৃদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।