1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

হাইমচর চরাঞ্চলে ইশান বালায় সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ (ভাসমান) মেডিকেল মোবাইল ইউনিট স্যাটেলাইট ক্লিনিক উদ্বোধন।

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

সাংবাদিক ফরিদ আহমেদ হাইমচর উপজেলা।

চাঁদপুর জেলায় হাইমচর উপজেলার চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল স্থাপন করা হয়।
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল হাসপাতাল প্রকল্পের অধীনে বাংলাদেশে ৫ টি অস্থায়ী হাসপাতালে একটি চাঁদপুরের হাইমচরের এই ভাসমান হাসপাতাল।
আজ বুধবার দুপুর ১২ টায় হাইমচর নীলকমল চরে এই হাসপাতালের আনুষ উদ্বোধন হয়।

হাইমচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান আরিফ। তিনি তার বক্তব্যে বলেন,
চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে কিং আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত হবে এই হাসপাতাল।৫ বছরের এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সহযোগিতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চরাঞ্চলের সবাইকে আহ্বান জানান। এই প্রকল্পের অধীনে বাংলাদেশে ৫ টি হাসপাতালের একটি নিলকমল । এ প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়ন হলে আগামীতে আরো বেশি হাসপাতাল করতে অনুপ্রাণিত হবে বলে তিনি মনে করেন।

চাঁদপুরের জেলা প্রশাসক ও মেজিস্ট্রেট মোহসিন উদ্দিন বক্তব্যে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছেন বিশেষ করে আব্দুল আজিজ ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ এবং ইসলামী ডেভেলপমেন্ট সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এই উদ্যোগ কে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের সচিব সাইদুর রহমান বক্তব্যে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পূর্ণ সহায়তা থাকবে প্রকল্প বাস্তবায়নে। তিনি আরো বলেন, উক্ত ফাউন্ডেশন বিগত দিনে অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এই উদ্যোগ কে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো।
এবং এই প্রকল্প শেষে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে সবাইকে অবহিত করেন।
হাইমচরের দুরাঞ্চলের স্বাস্থ্য সেবা উন্নত সেবার লক্ষ্যে চরাঞ্চলের গরিব অসহায় মানুষের মুখেহাসি এবং প্রত্যান্ত অঞ্চলের সুবিধাভোগী জনগণ অত্যান্ত আবেগ ও আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট