জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার।
গাইবান্ধা পলাশবাড়ীতে মৃত ব্যাক্তিকে জীবিত দেখাইয়া ভিজিএফ এর চাল আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ।
বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ৫ নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নওশা সরকার কৃষকলীগের ইউনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক। তিনি মেম্বার হওয়ার পর থেকে বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। ইতিপূর্বে তিনি মৃত ব্যক্তিকে জীবিত দেখাইয়া এবং গ্রামের বিভিন্ন ব্যক্তির নামে ভিজিএফ এর চাল আত্মসাৎ করে আসছেন। এছাড়াও সাধারন অসহায় দুস্থ মানুষদের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচীর নামে প্রত্যেক ব্যাক্তির নিকট হইতে ৫/৬ হাজার টাকা ও বর্তমান VWB এর নামে ৬/৭ হাজার টাকা এবং প্রতিবন্ধি ও বিধবা ভাতার নাম করে ৭/৮ হাজার টাকা করে আত্মসাত করে আসছেন।
এমতাবস্থায় যথাযথ তদন্ত সাপেক্ষে উক্ত ইউপি সদস্য নওশা সরকারকে মেম্বার পদ হইতে অপসারন পূর্বক গ্রামের অসহায় দুস্থ সাধারন মানুষদের হেনস্তার হাত হইতে উদ্ধারের দাবী জানিয়ে বিভিন্ন দপ্তর অভিযোগ করেন ।