আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের প্রশ্চিম দৌলতপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে আগুনে তজের আলীর(৬৫)ছেলে তোফাজ্জল হোসেনের বাড়িতে এই অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডের পর পরিবারের সদস্যরা এখন বাকরুদ্ধ।সরজমিনে গিয়ে দেখা যায়,বাড়িতে গোয়াল ঘর, রান্নাঘর,ওয়াশরুম, ১টি গরু,হাঁস,মুরগি,ধান,চাল,পেঁয়াজ,গরুর খাদ্য সহ বাড়ির সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত।বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।বর্তমানে বাড়িতে বসবাস করার মত কোনো পরিবেশ নেই।ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন নিঃস্ব।অগ্নিকান্ডে ক্ষতির পরিমান আনুমানিক ৮-১০ লক্ষ টাকা।গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা বাবুল হোসাইন বলেন,আমার নিজ গ্রামের ঘটনা এটা। আমি ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে কথা বলে তাদের মানসিক স্বান্তনা দিয়েছি।কয়েক দিনের মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন,আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম।বিষয়টি আমরা আমাদের উপর মহলকে অবহিত করেছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বলেন,বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। ভুক্ত ভোগী পরিবারটি সহযোগীতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।