মোঃরাসেল উপজেলা প্রতিনিধি
বান্দরবানে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে লামায়বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লামা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পার্টি অফিস থেকে মিছিলটি বের করে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষণ করে উপজেলা অফিসের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেন
জানা যায়,গত সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শহরের কালাঘাটা বড়ুয়ারটেক নামক স্থানে বান্দরবানে রাতের আঁধারে বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যানার। ভেঙে ফেলা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি।