1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

লালমনিরহাটে তামাক চাষে কৃষকদের ন্যায্য মূল্যের দাবিতে বিশাল সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি

 

তামাক চাষে কৃষকদের ন্যায্য মূল্য
নিশ্চিত করতে শক্তিশালী সংগঠন গড়ে তোলা এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

তিনি বলেন, “তামাক চাষে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। কোম্পানি ও স্থানীয় দালালদের সিন্ডিকেটের কারণে তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে কৃষকদেরকে সংঘবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে।”

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশটি আয়োজন করা হয় তামাক চাষীদের নানা হয়রানি, মূল্য বৈষম্য এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিত করতে।

দুলু বলেন, “লালমনিরহাটসহ দেশের উত্তরাঞ্চলে শিল্প-কারখানা না থাকায় কৃষকরা কর্মসংস্থানের অভাবে বাধ্য হয়ে তামাক চাষে জড়িয়ে পড়ছে। অথচ এই তামাক চাষে রয়েছে স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক অনিশ্চয়তা। সেই সঙ্গে কোম্পানির লোকজন ও স্থানীয় দালালরা সিন্ডিকেট করে কৃষকদের কাছ থেকে কম দামে তামাক কিনে, পরে বেশি দামে বিক্রি করছে। বছরের শুরুতে (মার্চ) দাম রাখা হয় কম, আর শেষে (জুন) দাম বাড়িয়ে দেওয়া হয়—এতে দালালরা লাভবান হলেও কৃষকরা বঞ্চিত হয় ন্যায্য মূল্য থেকে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় নেতাকর্মীরা কোম্পানির সঙ্গে আঁতাত করে কোটি কোটি টাকা মুনাফা করেছে। অথচ কৃষকেরা প্রতিনিয়ত ঠকছে। বিগত ১৭ বছর ধরে যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে দমন করা হয়েছে। এখন সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”

দুলু বলেন, “কৃষকদের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আর নীরব থাকলে চলবে না। তামাক চাষীদের জন্য একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে, যারা কৃষকদের দাবি আদায়ে নির্ভীকভাবে কাজ করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন তামাক চাষী ও সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোনায়েম সিদ্দিক মিলন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী রোকন উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি আনিচুর রহমান আনিচ এবং সাবেক সাধারণ সম্পাদক হাসমত আলী।

উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার তামাক চাষী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন। তামাক চাষীরা এসময় তাদের দাবি-দাওয়ার কথা তুলে ধরেন এবং ন্যায্য মূল্যের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট