মোঃ ফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।
আজ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ। আজ বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সারা দেশের ন্যায় লালমনিরহাটেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
লালমনিরহাটে কালেক্টরেট মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় আরো উপস্থিতি ছিলেন
এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দেন লালমনিরহাট জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাঙ্গালির ঐতিহ্যকে তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দিবস উপলক্ষে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পড়ে রেলওয়ে মুক্তমন্চে এসে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উৎসব পালিত হয়।