কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ২০৩২ উদযাপিত হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০ ঘটিকায় সরিষাবাড়ী উপজেলা প্রশাসন চত্বর থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ মোড় দিয়ে আবার উপজেলা প্রশাসন চত্বরে এসে সমাপ্তি ঘটে। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়। শোভাযাত্রায় সরিষাবাড়ী সরকারী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা নববর্ষের শাড়ী পরে বিভিন্ন উপকরণ নিয়ে অংশগ্রহন করে। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সাংষ্কৃতিক সংগঠন, ছাত্র ছাত্রী অংশগ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল।