কাওসার আলী
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৭ নং চৌডলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নেস মহাম্মদ আলির ছেলে,২ সন্তানের বাবা মোঃ অসীম (২৬) নামের এক যুবক আমের গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন , স্থানীয় সূত্র জানা যায় যে , ছোট ছোট শিশুরা বাগানে আম টুকায়তে গিয়ে অসীম কে গাছের ডালে ঝুলিতে দেখতে পেয়ে, স্থানীয় জনতাকে খবর দেন
খবর পেয়ে ঘটনাস্থলে জনতা গিয়ে অসীমকে ঝুলানো দেখতে পেয়ে গোমস্তাপুর থানায় খবর দিলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ এসে ঘটনায়স্থলে পৌঁছেন
পরিবারের সূত্র জানা যায় যে
অসীম ইটভাটায় কাজ করে গতকাল বুধবার অসীম ইটভাটা থেকে বাড়ি আসে ,রাতে খাওয়া দাওয়া করে বাজারে নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়, পরে অসীম বাড়িতে আসতে দেরি হলে পরিবারের লোকজন অসীমকে খোঁজাখুঁজি করতে থাকেন ।১৭/৪/২৫ বৃহস্পতিবার সকাল ৫ ঘটিকায় আমরা খবর পাই অসীম ৯ নং ওয়ার্ডের গড়িয়া বাজারে টুনু ডাক্তারের বাগানে অসীম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে
এই বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রইস উদ্দিনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনা সত্যতা পেয়েছি ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যু না অপমৃত্যু