জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ।
গাইবান্ধায় সদর উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে ছাই এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের মাঠের পাড় বাজারের এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান মাঠের পাড় বাজারে এসে প্রথমেই দেখতে পায় মালেক স্টোরে আগুন মুহূর্তের মধ্যেই আরো ৪ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগার খবর শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন লিমানোর চেষ্টা করে।
সেই সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভানোর কাজ করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ৫ টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল আসবাবপত্র পুড়ে যায়।
এই ঘটনায় ব্যবসায়ীরা জানিয়েছে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় সব হারিয়ে ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়ে পরিবেশ ভারী হয়ে উঠে।
ব্যবসায়ীরা বলে আমাদের এই ক্ষয়ক্ষতি এখন কে দেবে, তাই দয়া করে ওপোর মহলের দৃষ্টি আকর্ষণ করছি ।